রবিবার, ১১ মে ২০২৫

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর ভারত ও পাকিস্তান পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। শনিবার বিকেলে এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে জানান, 

“যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাতে দীর্ঘ আলোচনার পর আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। বিচক্ষণতা ও দুর্দান্ত বুদ্ধিমত্তা দেখানোর জন্য উভয় দেশকে অভিনন্দন।”


পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার বিবিসিকে বলেন,

“আমরা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছি। পাকিস্তান  সর্বদা এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে এসেছে তবে তা কখনোই নিজের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার সঙ্গে আপস করেনি।”

অন্যদিকে, ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান,

“উভয় দেশে স্থল, আকাশ এবং সমুদ্রপথে সকল ধরনের গুলিবর্ষণ ও সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে।” যুদ্ধবিরতি কার্যকর হয়েছে স্থানীয় সময় বিকেল ৫টা (বাংলাদেশ সময় ৫টা ৩০ মিনিটে)। 

এছাড়াও, ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিশেষ ব্রিফিংয়ে নৌবাহিনীর ক্যাপ্টেন রঘু নায়ার নিশ্চিত করেন,

“যুদ্ধবিরতির শর্ত পালন করা হচ্ছে এবং সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে তা মান্য করার জন্য।”
তিনি আরও বলেন:
“গত কয়েকদিনের দুঃখজনক ঘটনার পর, ভারতের প্রতিক্রিয়া ছিল ‘সংযত ও দায়িত্বশীল’।”

সূত্র : বিবিসি 

মন্তব্য করুনঃ

মন্তব্য সমূহ (কোন মন্তব্য পাওয়া যায় নি।)

এই শাখা থেকে আরও পড়ুনঃ