শুক্রবার, ০২ মে ২০২৫

ভারতীয় অভিযোগের প্রতিবাদে পাকিস্তানে হিন্দু সম্প্রদায়ের বিক্ষোভ

কাশ্মীরের পাহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানের ওপর ভারতের পক্ষ থেকে ওঠা অভিযোগের প্রতিবাদে বুধবার (৩০ এপ্রিল ২০২৫) পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কুয়েটায় শান্তিপূর্ণ বিক্ষোভ করেছেন হিন্দু সম্প্রদায়ের সদস্যরা। তারা এই অভিযোগকে "ভিত্তিহীন ও বিভ্রান্তিকর" বলে আখ্যায়িত করেন।

বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সংখ্যালঘু সদস্য এবং বালুচিস্তান অ্যাসেম্বলির সদস্য সঞ্জয় কুমার। মিছিলে হিন্দু সম্প্রদায়ের বিপুলসংখ্যক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। তাদের হাতে ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভারত সরকারের বিরুদ্ধে নানা স্লোগানসংবলিত।

প্রতিবাদকারীরা কুয়েটা শহরের বিভিন্ন সড়ক ও গলি প্রদক্ষিণ করে শেষে কুয়েটা প্রেস ক্লাবের সামনে সমবেত হন। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে স্লোগান দিয়ে তারা পাহেলগাম হামলায় পাকিস্তানের জড়িত থাকার অভিযোগকে সরাসরি প্রত্যাখ্যান করেন।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সঞ্জয় কুমার বলেন:

“পাকিস্তানের হিন্দু সম্প্রদায় দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে ঐক্যবদ্ধ। ভারত যদি আগ্রাসনের সাহস দেখায়, তাহলে পাকিস্তানের এক কোটিরও বেশি হিন্দু সেনাবাহিনীর পাশে দৃঢ়ভাবে দাঁড়াবে।”

অন্যান্য বক্তারাও, যাদের মধ্যে বেশ কয়েকজন নারী ছিলেন, ভারতের সরকার ও তাদের সাম্প্রতিক বক্তব্যের কড়া সমালোচনা করেন। তারা বিশেষভাবে ইন্দাস পানি চুক্তি স্থগিত করার ভারতের সিদ্ধান্তকে আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন হিসেবে অভিহিত করেন।

বিক্ষোভে অংশ নেওয়া নেতারা আরও বলেন,

“ভারত একতরফাভাবে ১৯৬০ সালের আন্তর্জাতিক ইন্দাস পানি চুক্তি স্থগিত করার অধিকার রাখে না; এর জন্য অন্যান্য অংশীজনের সম্মতি প্রয়োজন।”

বক্তৃতা শেষে বিক্ষোভ শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়। অংশগ্রহণকারীরা পাকিস্তানের প্রতি তাদের আনুগত্য পুনর্ব্যক্ত করেন এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রচেষ্টার তীব্র নিন্দা জানান।
সূত্র: ডন পত্রিকা

মন্তব্য করুনঃ

মন্তব্য সমূহ (কোন মন্তব্য পাওয়া যায় নি।)

এই শাখা থেকে আরও পড়ুনঃ