শাপলা গণহত্যার বিচার দাবিতে ছাত্রশিবিরের মানবপ্রাচীর কর্মসূচি মতিঝিলে অনুষ্ঠিত

আট বছর পরেও বিচার হয়নি ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের উপর ঘটে যাওয়া গণহত্যার।
সেদিন রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পরিচালিত বর্বরোচিত হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ‘মানবপ্রাচীর’ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
সোমবার দুপুর ১২টায় শাপলা চত্বরে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সংগঠনের নেতারা বলেন, “সেদিন রাতের আঁধারে নিরীহ ধর্মপ্রাণ মানুষের ওপর চালানো হয় এক নির্মম হামলা, যা ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে রয়েছে। ফ্যাসিবাদী সরকারের পতনের আট মাস পরও বিচার না হওয়া অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক।”
তারা অবিলম্বে সেই হত্যাযজ্ঞে জড়িতদের—বিশেষ করে তৎকালীন প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্টদের—বিচার দাবি করেন এবং হুঁশিয়ারি দেন, বিচার নিশ্চিত না হলে ছাত্রশিবির আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম, ফয়জুল ইসলাম, মাহমুদুল ইসলাম ও আবু মুসা। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মহিউদ্দিন খান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভাপতি আশিকুল ইসলাম, ঢাকা মহানগর পশ্চিম সভাপতি সালাহউদ্দিন মাহমুদ এবং উত্তর সভাপতি আনিসুর রহমানও উপস্থিত ছিলেন।
মন্তব্য করুনঃ
মন্তব্য সমূহ (কোন মন্তব্য পাওয়া যায় নি।)