বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের ১৪২ বিলিয়ন ডলারের সামরিক চুক্তি স্বাক্ষর

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে ১৪২ বিলিয়ন ডলারের সামরিক ও কৌশলগত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি যুবরাজ মোহাম্মেদ বিন সালমান এই কৌশলগত অর্থনৈতিক অংশীদারিত্বে সই করেন।

মঙ্গলবার প্রকাশিত বিবিসি বাংলার এক প্রতিবেদনে জানানো হয়, এই সমঝোতা ইতিহাসের অন্যতম বৃহৎ প্রতিরক্ষা বিক্রয় চুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে, চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের এক ডজনেরও বেশি প্রতিরক্ষা কোম্পানি সৌদি আরবকে অত্যাধুনিক যুদ্ধসামগ্রী ও সংশ্লিষ্ট সেবা সরবরাহ করবে।

এছাড়াও, চুক্তির অংশ হিসেবে দুই দেশের মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ, মহাকাশ প্রযুক্তি, সংক্রামক রোগ বিষয়ে গবেষণা ও প্রতিরোধ এবং ভবিষ্যৎ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে একাধিক স্মারক ও আগ্রহপত্রেও স্বাক্ষর হয়েছে। এছাড়া, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সঙ্গে সৌদি আরবের সহযোগিতা নিয়েও একটি আলাদা সমঝোতা স্বাক্ষরিত হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। প্রেসিডেন্ট ট্রাম্প একে দুই দেশের 'গভীর সম্পর্কের প্রতিফলন' বলে উল্লেখ করেন। সৌদি যুবরাজ মোহাম্মেদ বিন সালমানকে নিজের বন্ধু হিসেবে আখ্যায়িত করেন।

প্রসঙ্গত, উপসাগরীয় অঞ্চলে চার দিনের কূটনৈতিক সফরের অংশ হিসেবে ট্রাম্প সৌদি আরবে পৌঁছেছেন। কাতার ও সংযুক্ত আরব আমিরাতেও যাওয়ার কথা রয়েছে তার। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এটি তার প্রথম বড় বিদেশ সফর।

মন্তব্য করুনঃ

মন্তব্য সমূহ (কোন মন্তব্য পাওয়া যায় নি।)

এই শাখা থেকে আরও পড়ুনঃ