বর্তমান পরিস্থিতিতে যুদ্ধ প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

বুধবার (৩০শে এপ্রিল ২০২৫) প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে যুদ্ধের ঝুঁকি দিন দিন বাড়ছে, আর এমন বাস্তবতায় যুদ্ধের জন্য প্রস্তুতি না নেওয়া আত্মঘাতী।
বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বক্তব্যকালে তিনি বলেন, "অনেকের মতো আমিও যুদ্ধবিরোধী মানুষ, পৃথিবীতে যুদ্ধ হোক এটা আমরা কামনা করি না। কিন্তু আমরা এমন এক বিশ্বে বাস করছি, যেখানে প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে।"
তিনি আরও বলেন, বিশ্বে বর্তমান পরিস্থিতিতে প্রস্তুতি না নিয়ে থাকা অসম্ভব। প্রস্তুতি না নিলে তা হবে আত্মঘাতী সিদ্ধান্ত।
গত সরকারের দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে দেশের সামরিক সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, "যা ছিল তাও লুটপাট হয়ে গেছে। এই পরিস্থিতিতে আমাদের সামগ্রিক স্ট্রাটেজি ঠিক করতে হবে। শান্তির দিকে হাত বাড়িয়ে রাখতে হবে সবসময়, কিন্তু প্রস্তুতিতেও থাকতে হবে।"
ভারত ও পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনার প্রসঙ্গ টেনে ড. ইউনূস বলেন, "আজকাল সংবাদমাধ্যমে যুদ্ধের পরিবেশ তৈরির যেসব ইঙ্গিত দেখা যাচ্ছে, তা সত্যিই উদ্বেগজনক।"
মন্তব্য করুনঃ
মন্তব্য সমূহ (কোন মন্তব্য পাওয়া যায় নি।)