বুধবার, ০৭ মে ২০২৫

ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের সরকারি ছুটি ঘোষণা

ঈদুল আজহা উপলক্ষে এবার ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। মন্ত্রিসভা এই সিদ্ধান্ত ৬ মে ২০২৫, মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদন দেয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

এবারের ঈদুল আজহার ছুটি শুরু হবে ৫ জুন থেকে এবং চলবে ১৪ জুন পর্যন্ত। তবে, ১৭ ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিন হলেও, ওই দুই দিন অফিস খোলা থাকবে। কারণ, ঈদের ছুটি একনাগাড়ে দীর্ঘ হওয়ায়, তা সামঞ্জস্য করতে ১৭ ও ২৪ মে'র দুইটি শনিবারের সরকারি ছুটি বাতিল করে কর্মদিবস হিসাবে রাখা হয়েছে। এতে পরবর্তীতে ঈদে টানা দীর্ঘ ছুটির সময় পাওয়া যাবে।

সম্পর্কিত শব্দসমূহঃ

মন্তব্য করুনঃ

মন্তব্য সমূহ (কোন মন্তব্য পাওয়া যায় নি।)

এই শাখা থেকে আরও পড়ুনঃ